বৃক্ষরোপন কর্মসূচী

লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের উদ্যোগে এবং OHDIR ফাউন্ডেশনের সহযোগীতায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আকুবপুরে অবস্থিত ডাঃ এফ আর ভূঁঞা সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারে গত ১৮ই অক্টোবর, ২০২০ রোজ রবিবার এক বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কর্মসূচিটি দুই ভাগে পালন করা হয়। প্রথমভাগে ছিল আলোচনা ও গাছের চারা বিতরন অনুষ্ঠান, দ্বিতীয় ভাগে ছিল বৃক্ষ রোপন। আয়োজনের অংশ হিসেবে স্থানীয় প্রোগ্রেসিভ কিন্ডার গার্টেনের ছাত্রদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের পর ডাঃ মোঃ সিরাজুল ইসলাম ভূঁঞা’র সভাপতিত্বে এক সংক্তিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন ডাঃ মাহফুজুর রহমান ভূঁঞা, OHDIR ফাউন্ডেশনের ডিরেক্টর জনাব ইমতিয়াজ রসুল জ্যোতি, ডিরেক্টর ডাঃশামীম জোবায়ের, প্রোগ্রেসিভ কিন্ডার গার্টেনের পরিচালক জনাব শরীফুল ইসলাম শরীফ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জনাব আব্দুর রাজ্জাক ভূঁঞা প্রমূখ। উক্ত কর্মসূচীতে ফলদ, বনজ ও ঔষধী ইত্যাদি মোট ৯৭ টি গাছের চারা বিতরন ও রোপন করা হয়।