বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে OHDIR Foundation এর ফ্রী স্বাস্থ্যসেবা কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে OHDIR Foundation দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করেছে I উক্ত কর্মসূচির আওতায় OHDIR ফাউন্ডেশন পরিচালিত কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আকুবপুর এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত OHDIR সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার সমূহে সকাল ৯ঃ০০ ঘটিকা থেকে দুপুর ২ঃ০০ ঘটিকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় I

উক্ত স্বাস্থ্য সেবাসমূহের মধ্যে রয়েছে :

  • বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ
  • গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরীক্ষা
  • বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ
  • বিনামূল্যে ব্লাড প্রেসার ও ওজন পরীক্ষা
  • হেপাটাইটিস-বি বিষয়ক পরামর্শ

উক্ত কর্মসূচির আওতায় OHDIR এর দুইটি সেবাকেন্দ্রে এই দিন মোট ৩৯৭ জন গ্রাহককে সেবা প্রদান করা হয় এর মধ্যে রয়েছে:

চক্ষু পরীক্ষা – ১৪৪ জন,

প্রসূতি ও সাধারণ স্বাস্থ্যসেবা ৫১ জন,

ডায়াবেটিক পরীক্ষা – ১৬ জন এবং

রক্তচাপ ও ওজন মাপা – ১৮৬ জন l

OHDIR কর্তৃপক্ষ সেবা করার সুযোগ দেয়ার জন্য সেবাগ্রহীতাদের নিকট কৃতজ্ঞতাঃ জ্ঞাপন করছে l

Related posts

Leave a Comment